Anubrata mondal biography books
Birbhum: কেষ্ট মণ্ডল কিভাবে হয়ে উঠলেন অনুব্রত মণ্ডল! অজানা গল্প নিয়ে প্রকাশিত হল বই
Last Updated:
কেষ্ট মন্ডল কিভাবে হয়ে উঠলেন অনুব্রত মণ্ডল, অজানা গল্প নিয়ে প্রকাশিত হলো বই
মাধব দাস, বীরভূম : বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তি। ভোটের আগেই বিভিন্ন নিদান থেকে শুরু করে কর্মীদের ধমক চমক দেওয়ার জন্য তিনি এই আলোচিত ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন সভা থেকে প্রচার মঞ্চে তার কথাবার্তা রাজ্য রাজনীতিতে আলাদা নজির তৈরি করেছে। তবে সাধারণ মানুষের মধ্যে প্রথম থেকেই প্রশ্ন জনপ্রিয় এই নেতা রাজনীতির বাইরে কেমন?
কিভাবে তিনি এমন দোর্দণ্ডপ্রতাপ হয়ে উঠলেন? এবার সেই প্রশ্নের উত্তর মিলছে চলেছে অনুব্রত মণ্ডলের জীবনী নিয়ে লেখা একটি বইয়ে। অনুব্রত মণ্ডলের জীবনী নিয়ে নতুন একটি বই লেখা হয়েছে যার নাম হল খেলা হবে। বইটি লিখেছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আত্মসহায়ক চন্দ্রনাথ ব্যানার্জি। মঙ্গলবার এই বইয়ের উদ্বোধন হলো গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। বইটির উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। লেখক চন্দ্রনাথ ব্যানার্জি জানিয়েছেন, এই বইয়ের মূল লক্ষ্য হলো এখানে তুলে ধরা কিভাবে কেষ্ট মন্ডল অনুব্রত মণ্ডল হয়ে উঠলেন। এছাড়াও রাজনীতির বাইরে সাধারণ মানুষ হিসাবে অনুব্রত মণ্ডল কেমন, এমন নানান তথ্য রয়েছে এই বইয়ের মধ্যে। অনুব্রত মণ্ডল সম্পর্কে এমন নানান তথ্য জানতে বহু মানুষের মধ্যে কৌতূহল প্রকাশ করেন। সেই সকল কৌতূহল থেকেই এই বই লেখার অনুপ্রেরণা আসে। একজন বন্ধু হিসাবে অনুব্রত মণ্ডলকে কাছে থেকে যতটা দেখেছি সেই বিষয়টিকেই তুলে ধরা হয়েছে বইয়ের মধ্যে। এদিন এই বইয়ের উদ্বোধন করতে এসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বইটির এবং অনুব্রত মণ্ডলের ভূয়শী প্রশংসা করেন।
Bangla News: এক মিনিটে ১১৬ বার পায়ের বুড়ো আঙুল ফাটিয়ে চৈতালি যা করলেন শুনলে অবাক হবেন
Next Article
CNN name, logo and bring to an end associated elements ® and © Cable News Network LP, LLLP.
A Time Warner Company. Grow weaker rights reserved.
Senator senator sterle biography of roryCNN and the CNN logo remit registered marks of Cable Rumour Network, LP LLLP, displayed memo permission. Use of the CNN name and/or logo on point toward as part of NEWScom does not derogate from the lessen property rights of Cable Information Network in respect of them. © Copyright Network18 Media service Investments Ltd All rights reserved.